পাবনা প্রতিনিধি : শহীদদের শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালী ও দোয়াসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পাবনায় সাতবাড়িয়া গণহত্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গণকবর ও বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় শহীদ পরিবারের সংগঠন স্মরণে ৭১ প্রজন্ম। এ সময় গণহত্যায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে সাতবাড়িয়া কলেজ মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কর্মীরা।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের সহযোগিতায় সাতবাড়ীয়া ইউনিয়নের ২০টি গ্রামের নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালায়। স্থানীয় রাজাকার আলবদর বাহিনীর সহায়তায় ৬ শতাধিক নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে অধিকাংশ মরদেহ পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। কিছু মরদেহ স্থানীয়রা উদ্ধার করে গণকবর দেয়।