নিজস্ব প্রতিনিধি : শেষ হলো ৬ষ্ঠ বারের মতো ইন্টারনেট বিশ্বের অংশীজনের অংশগ্রহণে শেষ হলো বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স (বিডিসিগ)। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর যৌথ উদ্যোগে তিনদিন ব্যাপী বিডিসিগ অনুষ্ঠিত হলো। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির সিস্টেম ও সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, এনডিসি বলেন সরকার এক দেশ এক রেট চালু করেছে। স্থানীয় পর্যায়ে এবং প্রান্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের স্বার্থ রক্ষা করা। যদিও সাধারণভাবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ৫৮ শতাংশ দেশের মোট ব্যান্ডউইথের।
বিটিআরসি টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকায় ব্রডব্যান্ড সংযোগ স্থাপন সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশন, টেলিযোগাযোগের সম্প্রসারণ, মোবাইল প্রযুক্তি এবং প্রত্যন্ত, উপকূলীয় অঞ্চলে ইন্টারনেট-ভিত্তিক ডিজিটাল ডাক পরিষেবার প্রকল্পগুলি বাস্তবায়ন করছে। হাওর ও পার্বত্য এলাকা, দ্বীপ এলাকায় স্যাটেলাইট নেটওয়ার্ক প্রকল্প, হাওর ও দ্বীপসমুহে হাই-স্পিড মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন, হাওর ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য টেলিযোগাযোগ সম্প্রসারণ কার্যক্রম।
বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিআইজিএফ-এর অন্যতম প্রতিষ্ঠাতা জনাব এএইচএম বজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে। তিনি বলেন, বিআইজিএফ, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সরকারের সাথে কাজ করছে। বিআইজিএফ জ্ঞান সৃষ্টি, জ্ঞান সংরক্ষণ, জ্ঞান প্রচার এবং জ্ঞান ব্যবহার-এর জন্য সরকারের সাথে আন্তর্জাতিক পর্যায়ে নীতিগত পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সংলাপ ও আলোচনা সভা পরিচালনা করে । এছাড়া বিডিএসআইজি স্টেকহোল্ডারদের সক্ষমতা জোরদার করার জন্যও কাজ করে যাচ্ছে। তিনি ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি থেকে আইজিএফ এর কার্যক্রম ও এর পথপরিক্রমা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মহাসচিব জনাব মোহাম্মদ আব্দুল হক অনু অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং বিডিসিগ-এর উপর সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
এর আগে ২৬ মে বিকেল ৩টায় শুরু হওয়া বিডিসিগ এরর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের-এর সভাপতি জনাব হাসানুল হক ইনু, এমপি এবং তিনদিনব্যাপী ৬ষ্ঠ বিডিসিগ এর উদ্বোধন করেন। তিনি বলেন ইন্টারনেট আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে ইন্টারনেট সাশ্রয়ী মূল্যের হওয়া উচিত এবং সবার জন্য সমানভাবে তা নিশ্চিত করা উচিত। ডিজিটাল ব্যবধান কমাতে বিনামূল্যে ইন্টারনেট সম্ভব হলে ডিজিটাল ডিভাইড এর মূল্য কমাতে হবে। আমাদের অবকাঠামো তৈরি করতে হবে অন্যান্য ডিভাইস সবার জন্য সহজলভ্য করা উচিত। সবার জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা একটি জরুরি বিষয়। জনসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যের হার প্রদানের জন্য টেলিকম কোম্পানিগুলির জন্য ভ্যাট এবং ট্যাক্স হ্রাস করুন। স্মার্টফোনের দাম কমানো, প্রধানমন্ত্রীর অফিসের জন্য ডিজিটাল সেল, সবার জন্য ডিজিটাল সাক্ষরতা এবং জাতীয় সাইবার নিরাপত্তা কমিটি গঠন। বাংলাদেশের জনগণের জন্য ইন্টারনেটকে একটি মৌলিক মানবাধিকার হিসাবে বিবেচনা করার আহবান জানান।
Three-day 6th bdSIG of BTRC and BIGF concluded
Dhaka Saturday, May 26, 2022, The Bangladesh School of Internet Governance (6th bdSIG) came to an end with the participation of Internet experts at home and abroad for the 6th time. A three-day bdSIG was held at the joint initiative of the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) and Bangladesh Internet Governance Forum (BIGF). BTRC Director General of Systems and Services Brigadier General Md. Nasim Parvez, NDC was present as the Chief Guest while Dr. Hafiz Md. Hasan Babu, Dean, Faculty of Engineering and Technology (Professor) Department of Computer Science and Engineering, Dhaka University and Mr. AHM Bazlur Rahman, Chief Executive Officer, Bangladesh NGOs Network for Radio and Community (BNNRC) were present as Special Guests at the closing ceremony.
Brigadier General Md. Nasim Parvez, NDC mentioned the BTRC has introduced “one country one rate” tariffs to attract foreign investment by increasing coordination among ISPs. Protect the interests of local and marginal broadband Internet customers. Although the number of mobile internet users, in general, is higher, broadband internet users account for 58 percent of the country’s total bandwidth.
BTRC is implementing broadband connectivity in telecommunication disadvantaged areas, digitization of education system in government primary schools in disadvantaged areas, expansion of telecommunications, mobile technology and internet-based digital postal service projects in remote, coastal areas. Haor and hilly areas, satellite network projects in island areas, the establishment of high-speed mobile broadband networks in haors and islands and telecommunication expansion activities for underprivileged people in haor and remote areas. He hoped that development initiatives would ensure development connectivity in Bangladesh.
Mr. AHM Bazlur Rahman, Chief Executive Officer of BNNRC and one of the founders of BIGF was present as the special guest. He said BIGF is working with the government to expedite the activities of Digital Bangladesh. The BIGF conducts dialogue and discussion meetings with the government on a variety of issues, including policy changes at the international level, for knowledge creation, knowledge conservation, knowledge dissemination and knowledge utilization. bdSIG is also working to strengthen the capacity of stakeholders. He discussed the activities of the IGF and its trajectory from the World Summit on Information Society.
Mr. Mohammad Abdul Haque Anu, Secretary General of Bangladesh Internet Governance Forum welcomed the participants and gave a brief presentation on BDSIG. Certificates were distributed to the participants at the closing ceremony.