ঈদুল আজহায় এক লাখ ৩০০ টন ভিজিএফ চাল বরাদ্দ

বিডি২৪ভিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক লাখ ৩০০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। রোববার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।

উপ-প্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের ৪৯২ উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯ পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১ ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মে. টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়।

ঈদুল আজহায় এক লাখ ৩০০ টন ভিজিএফ চাল বরাদ্দ
Comments (0)
Add Comment