নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) নিরস্ত্রীকরণ বিষয়ক জাতিসংঘ অফিসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা এবং ব্যবহারে ২০২১-২০২৫- এর জন্য ওপেন-এন্ডেড ওয়ার্কিং গ্রুপ (ওইডব্লিউজি) এর সাথে স্বীকৃত হয় ।
আগামী ২৫ – ২৯ জুলাই ২০২২ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ওপেন-এন্ডেড ওয়ার্কিং গ্রুপ – এর গুরুত্বপূর্ণ ৩য় অধিবেশনের আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কার্যালয়। ওইডব্লিউজি’র সভাপতি ও জাতিসংঘে সিঙ্গাপুরের স্থায়ী প্রতিনিধি মাননীয় রাষ্ট্রদূত বুরহান গফুর, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ এইচ এম বজলুর রহমানকে এই ৩য় অধিবেশনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন।
২০২০ এর নভেম্বরে জাতিসংঘের সাধারণ সভায় রেজ্যুলেশন এ/রেস/৭৫/২৪০ এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) নিরাপত্তা ও আইসিটি ব্যবহারের নিরাপত্তার ওপর ওপেন-এন্ডেড ওয়ার্কিং গ্রুপ (ওইডব্লিউজি) প্রতিষ্ঠিত হয়। এটি ২০২১ এ কাজ শুরু করে, এবং আবার ২০২৫ এ জাতিসংঘের সাধারণ সভায় রিপোর্ট করবে।
জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহারের ওপর তাঁর উদ্বেগ প্রকাশ করেন। অতঃপর তিনি একটি শান্তিপূর্ণ আইসিটি-পরিবেশ নিশ্চিত করতে চান, যেটি তাঁর কাছে একটি অন্যতম অগ্রগণ্য বিবেচ্য বিষয়। ২০১৮’র মে মাসে জাতিসংঘের মহাসচিব নিরস্ত্রীকরণের জন্য তাঁর এজেন্ডা শুরু করেন। তিনি এজেন্ডায় উল্লেখ করেন যে; “বিশ্বব্যাপী আন্ত:যোগাযোগের অর্থ হলো, সাইবার আক্রমণের ফ্রিকোয়েন্সি এবং প্রভাব ক্রমবর্ধমানভাবে ব্যাপক হতে পারে, পাশাপাশি এটি একটি বিরাট সংখ্যক সিস্টেম বা নেটওয়ার্ককেও প্রভাবিত করে।” তিনি আরও বলেন যে, “এই প্রেক্ষাপটে, সাইবারস্পেসে ক্ষতিকর কর্মকা- রাষ্ট্রগুলোর মধ্যে অভ্যন্তরীণ সম্পর্কে আস্থা হ্রাসের জন্যও দায়ী।” এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য, মহাসচিব নিরস্ত্রীকরণের এজেন্ডা বাস্তবায়ন পরিকল্পনায় সাইবার বিষয়ে দুটি অ্যাকশন পয়েন্ট অন্তর্ভুক্ত করেন।
AHM Bazlur Rahman, CEO of BNNRC @ Third Substantive Session of the Open-ended Working Group on Security of and in the Use of ICTs at UN HQ, New York, USA
Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) has been accredited with the Open-Ended Working Group (OEWG) for 2021-2025 on the security of and the use of information and communications technologies of the United Nations Office for Disarmament Affairs.
United Nations Office for Disarmament Affairs is going to organize a third substantive session of the Open-ended Working Group on the security of and the use of ICTs at UN HQ, New York, USA, 25-29 July 2022.
H.E. Ambassador Burhan Gafoor, Chair of the OEWG and Permanent Representative of Singapore to the United Nations has invited Mr. AHM Bazlur Rahman, Chief Executive Officer of BNNRC for participating in the third substantive session of the Open-ended Working Group.
In November 2020, the UN General Assembly voted to establish, through resolution A/RES/75/240, the Open-ended Working Group (OEWG) on the security of and the use of information and communications technologies (ICTs). It will commence work in 2021, and report back to the General Assembly in 2025.
United Nations Secretary-General António Guterres has expressed concern over its malicious use of it. He has therefore made the promotion of a peaceful ICT-environment one of his key priorities.
In May 2018, the Secretary-General launched his Agenda for Disarmament. In the Agenda, he notes that “global interconnectivity means that the frequency and impact of cyberattacks could be increasingly widespread, affecting an exponential number of systems or networks at the same time.” He further states that “in this context, malicious acts in cyberspace are contributing to diminishing trust among States.” To address these challenges, the Secretary-General has included two action points on cyber in the implementation plan of the Agenda for Disarmament.
BNNRC has been implementing and harmonizing all interventions with the UN World Summit on the Information Society (UN WSIS) action line C1- C-11 in Bangladesh since 2006.