প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভাষণ শেষে কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্তান্তর করলেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : সারাদেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন আরও ২৬ হাজার ২২৯ পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে ২০২১ সালের (২৩ জানুয়ারি) জমিন মালিকানাসহ ৬৩ হাজার ৯৯৯টি ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে (২০ জুন) জমিন মালিকানাসহ ৫৩ হাজার ৩৩০টি ঘর হস্তান্তর করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করা একক ঘরের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩২৯টি। চলমান তৃতীয় পর্যায়ে মোট বরাদ্দকৃত একক ঘরের সংখ্যা ৬৭ হাজার ৮০০টি, যার মধ্যে গত ২৬ এপ্রিল হস্তান্তরিত হয় ৩২ হাজার ৯০৪টি। আজ হস্তান্তর করা হয়েছে ২৬ হাজার ২২৯টি। এছাড়া আরও নির্মাণাধীন রয়েছে ৮ হাজার ৬৬৭টি ঘর।

বৃহস্পতিবার (২১ জুলাই) গনভবন থেকে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সারাদেশব্যাপী গৃহ ও ভুমি হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠান সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনেও অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ২য় ধাপ জমি ও গৃহ নির্মাণ সমাপ্তির পর উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্মিত গৃহের চাবি এবং ভুমির দলিল হস্তান্তর করেন।এ সময় তিনি বলেন, কাপ্তাইয়ের ২নং রাইখালী ইউনিয়নে ২০টি এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৬টি ঘর আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপহার দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ও২নং রাইখালী ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা অত্যান্ত খুশি হয়েছে ।

তিনি আরো বলেন, ২৬টি পরিবার যারা প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার পেয়েছে, তারা যেন নতুন ঘরে সুখে শান্তিতে বসবাস করে সেই প্রত্যাশা। এছাড়া কাপ্তাই মৌজায় বিভিন্ন ভূমি জটিলতার সমস্যাটি তিনি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুুুুলিশ সুুুপার রওশন আরা রব।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী, রাইখালী ইউপি প্যানেল চেয়ারম্যানন মোঃ সেলিম। এছাড়া কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভাষণ শেষে কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্তান্তর করলেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমানরাঙামাটি জেলা প্রশাসক
Comments (0)
Add Comment