দ্রুতগতির ট্রাকে প্রাণ গেল দুই বন্ধুর

দ্রুতগতির ট্রাকে প্রাণ গেল দুই বন্ধুর

পাবনা প্রতিনিধি : পাবনা-পাকশী সড়কের সদর উপজেলার নাজিরপুর নামকস্থানে ট্রাক চাপায় ব্যবসায়ী দুই বন্ধু ইকবাল হোসেন (৫২) ও মজিদ শেখ (৫৪) নিহত হয়েছেন।

নিহত ইকবাল পাবনা সদর উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লার ইয়াকুব হোসেনের ছেলে এবং মজিদ শেখ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামের মোহম্মদ শেখের ছেলে।

১৩ আগস্ট শনিবার রাত ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে বাসা থেকে ইয়াকুব ও মজিদ শেখ মোটরসাইকেল নিয়ে বের হন। তারা পাবনা-পাকশী সড়কের নাজিরপুর স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। হাসপাতালে নেয়ার পথে মজিদ শেখ মারা যায়। তারা দুই বন্ধু একসাথে ব্যবসা করতেন এবং শহরের কৃষ্ণপুর মহল্লায় বসবাস করতেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে একসাথে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দ্রুতগতির ট্রাকে প্রাণ গেল দুই বন্ধুর
Comments (0)
Add Comment