অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পেলেন প্রফেসর মেসবাহ উদ্দিন আহমেদ

Professor Mesbahuddin Ahmed was re-appointed as the Chairman of the Accreditation Council

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বরেণ্য শিক্ষাবিদ
অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি পদার্থবিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া বাংলাদেশ অ্যাক্যাডেমি অফ সাইন্সেস-এর ফেলো হিসেবেও রয়েছেন তিনি।

Professor Mesbahuddin Ahmed was re-appointed as the Chairman of the Accreditation Council

Eminent educationist professor Dr. Mesbahuddin Ahmed was re-appointed as the Chairman of the Accreditation Council, Today, Wednesday (September 21), the Ministry of Public Administration issued a notification appointing him for four years. Professor Mesbahuddin Ahmed was earlier the Vice-Chancellor of Jagannath University and Head of the Quality Assurance Cell of the University Grants Commission (UGC). He is in charge of the Bangladesh Physical Society, an organization of physicists. He is also a fellow of the Bangladesh Academy of Sciences.

 

অ্যাক্রেডিটেশন কাউন্সিলপ্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ
Comments (0)
Add Comment