বিডি২৪ভিউজ ডেস্ক : খুলনা মহানগরীর হাসপাতাল, বাজার, কবরস্থান ও শ্মশান ঘাট সংলগ্ন সড়ক উন্নয়নে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। ‘লোকাল গভর্নমেন্ট কভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি’ নামে প্রকল্পে এ অর্থায়ন করা হচ্ছে। গতকাল কেসিসির চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। ২০২৩ সালে প্রকল্পের আওতায় সড়ক সংস্কারের কাজ শুরু হবে। এর আগে গত ৪ অক্টোবর প্রকল্পের আওতায় কি কি কাজ হবে তা চূড়ান্ত করতে এলজিইডি কর্মকর্তারা খুলনায় আসেন। এ সময় বৈঠকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
কেসিসির চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার জানান, ২০২০ সালে করোনার সময় মহানগরীর হাসপাতাল, বাজার, কবরস্থান, শ্মশান ঘাট সংলগ্ন সড়কের উন্নয়নে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ চাওয়া হয়।
ওই সময় বিশ্বব্যাংক এ খাতে অর্থ বরাদ্দ দিতে সম্মত হয়। কিন্তু মাঝে দুই বছর নানা কারণে প্রকল্পটির কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি প্রকল্পটির কাজে গতি পেয়েছে। প্রকল্পের আওতায় কোনো সড়ক সংস্কার করা হবে তা চূড়ান্ত করা হচ্ছে।