আইটিএসের স্বীকৃত বিশ্বের সবচেয়ে নিরাপদ পোশাক কারখানারদেশ বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ পোশাক কারখানার দেশ হিসেবে মর্যাদা পেয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিএস) সর্বশেষ প্রকাশনায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, রপ্তানিমুখী তৈরি পোশাক উৎপাদনের নিরাপদ কর্মপরিবেশ হিসেবে অনেক ভালো অনুশীলন আছে বাংলাদেশে। একই সঙ্গে ইফেকটিভ ম্যানেজমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে সেরা হিসেবে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ কে মনোনিত করা হয়েছে প্রকাশনায়।

কীভাবে বাংলাদেশের পোশাক খাত নিরাপদ এবং সবুজ কারখানার দেশে পরিণত হল তা বিশ্ববাসীকে জানাতে চায় আইটিএস। সংস্থার আয়োজনে অনুষ্ঠেয় এক ওয়েবিনারে বিষয়টি তুলে ধরতে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পোশাক খাতের ভালো অনুশীলন এবং বিজিএমইএর পক্ষ থেকে নেওয়া বিভিন্ন সময়ের পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবেন তিনি। বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে। তবে এতে ওয়েবিনারের তারিখ কিংবা বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।

আইটিএস
Comments (0)
Add Comment