আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হবে মুজিবনগরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

মেহেরপুর প্রতিনিধি : মুক্তিযোদ্ধার তালিকা আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। ভোটার তালিকা প্রকাশ নভেম্বরে আর জানুয়ারীতে মুক্তিযুদ্ধ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। মঙ্গলবার সকাল ১০ টায় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক কথাগুলো বলেন। তিনি আরোও বলেন যাচায় বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে। নতুন করে আরোও কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অর্šÍভূক্ত হবে। কেউ যদি তালিকা থেকে বাদ পড়ে তারা আপিল করতে পারবেন। এছাড়াও তিনি বলেন প্রধানমন্ত্রী মজিবনগরে যে বরাদ্দ দিয়েছেন। সেই অনূযায়ী নকশার কাজ চলছে। এবং আজকের বৈঠকে তা চুড়ান্ত হবে।
এসময় জুম কনফারেন্সে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি, উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীমুজিবনগর মেহেরপুরমেহেরপুর মুজিবনগর
Comments (0)
Add Comment