ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ’ই. এম ফরস্টারের উপন্যাসে উদার মানবতার বৈপরীত্য’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০২নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আফরোজা সিদ্দিকা। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন উর-রশিদ-আসকারী। প্রধান আলোচক ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকরা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুন, আইন ও ভুমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, সহকারী অধ্যাপক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।