ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ৩৭ লাখ ডলার দেবে জাপান

বিডি২৪ভিউজ ডেস্ক : নোয়াখালীর ভাসানচরের আশ্রয় শিবিরে থাকা মিয়ানমারের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৩৭ লাখ ডলার সহায়তা দেবে জাপান।

আজ মঙ্গলবার রাজধানীতে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ক্রিস্টিন ব্লোখাস এই তহবিল হস্তান্তর নিয়ে চুক্তি সই হয়েছে জাপান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানুষের প্রজনন স্বাস্থ্যের মান উন্নয়নে নানা সুবিধা সহজলভ্য করা ও লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিরোধে সচেতনতা তৈরিতে এই তহবিল ব্যবহার করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে আসতে শুরু করার পর থেকে জাপান জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাকে সাড়ে ১৭ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে।

ভাসানচর
Comments (0)
Add Comment