বিডি২৪ভিউজ ডেস্ক : ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা যাতে নতুন বই হাতে পেতে পারে ইতোমধ্যে সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আওয়ামী লীগের সম্মেলন নিয়ে তিনি বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসছে। বাঙালির ঐতিহ্যকে বজায় রেখে অধিকার রক্ষার জন্যই কাজ করবেন নতুন নেতৃত্ব।
ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সব আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের যে স্বপ্ন সবাই দেখছেন তা আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। ঐতিহ্যবাহী এই দলটির জাতীয় সম্মেলনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে থাকবেন এটাই স্বাভাবিক।