প্রধানমন্ত্রী জাপান সফরে যেতে পারেন এপ্রিলে

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর চলতি বছরের এপ্রিলে হতে পারে বলে জানিয়েছে সরকারপ্রধানের কার্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎকালে এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল, তবে সে সময় দেশটির রাজনৈতিক পরিস্থিতি অস্থীতিশীল থাকায় সফরটি স্থগিত করা হয়।

প্রধানমন্ত্রী
Comments (0)
Add Comment