প্রাথমিকে আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে

প্রাথমিকে আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে। শিগগিরই এ বিষয়ে বিক্তপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এর আগে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ খালি থাকা সাপেক্ষে নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় ডিপিই। সেই পরিপ্রেক্ষিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় অধিদফতর। এ বিষয়ে অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে পদসংখ্যা কিছু কমতে পারে। পদের বিষয়টি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা ডাকা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন চেয়েছিল অধিদফতর। তবে পদসংখ্যা কিছুটা কমতে পারে। বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা হবে। এরপর পদসংখ্যার সঠিক তথ্য জানানো যাবে।

প্রাথমিক
Comments (0)
Add Comment