বড় প্রকল্পে বিনিয়োগে আগ্রহী সৌদি

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশে বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ বাড়ছে সৌদি সরকারের। গতকাল মঙ্গলবার ঢাকার সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৌদি রাষ্ট্রদূত দুহাইলান বলেন, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিজনেস সামিটে সৌদি বাংলাদেশকে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সহায়তা করেছে। আরও ১২০ কোটি ডলার বিনিয়োগ সহায়তা পাইপলাইনে রয়েছে। স্বাস্থ্য, বিনিয়োগ ও সমুদ্র সহায়তা বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দুই দেশ গভীরভাবে কাজ করছে।

তিনি বলেন, সৌদি সরকার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়। তাই সৌদির সঙ্গে ইরানের সমঝোতায় আঞ্চলিক সম্পর্কে প্রভাব পড়বে না। তিনি আরও জানান, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২৮৫ পরিবারকে কম্বল ও বালিশসহ গৃহস্থালি উপকরণ এবং ত্রাণ সহায়তা দেবে সৌদি। কিং সালমান সেন্টারের মাধ্যমে এই ত্রাণ দেওয়া হচ্ছে। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে ওই ত্রাণ বিতরণ করা হবে। এর মাধ্যমে ২৫ হাজার মানুষ উপকৃত হবে। এই প্রকল্পে সৌদি সহায়তার পরিমাণ ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া দু-একদিনের মধ্যে বাংলাদেশে ৭৫ টন খেজুর সরবরাহ করা হবে।

সৌদি
Comments (0)
Add Comment