বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশি উৎপাদিত আরও বেশি ওষুধ আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বাংলাদেশ সর্বাধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদন করছে। বিশ্বের অনেক দেশে প্রতিযোগিতামূলক দামে ওষুধ রপ্তানিও করছে। করোনার সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে অনেক মেডিকেল ইক্যুপমেন্ট নিয়েছিল। এখন বাংলাদেশ থেকে অধিকতর ওষুধ নিতে পারে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের প্রেসিডেন্ট ও সিইও মার্ক এমালফার্ব পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ আহ্বান জানান
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে উৎপাদন খরচ বেশি হওয়ায় ওষুধের দামও অনেক বেশি। ওইসব দেশের বড় বড় কোম্পানি বাংলাদেশের ওষুধশিল্পে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে তুলনামূলক সুবিধা নিতে পারে।
সাক্ষাৎকালে ডায়াডিকের প্রেসিডেন্ট মার্ক এমালফার্ব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে অবহিত করেন।
জবাবে মন্ত্রী এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সঙ্গে ডায়াডিকের মতো বিশ্বখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সহযোগিতার উদ্যোগের জন্য মার্ক এমালফার্বকে ধন্যবাদ জানান।
এদিকে, বুধবার (২১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের মধ্যে ভ্যাকসিন উৎপাদন বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।