পাবনা প্রতিনিধি: পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত যুবক রুমেল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার সকালে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার আহসানুল সরকার রাজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৬/২০২০, তাং-১০/১১/২০২০। মামলা সুত্রে জানা গেছে, শহরের দিলালপুরের জেলাপাড়া মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে রুমেল ইসলাম ২০১৪ সালের ১২ জানুয়ারী থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ইন্টারনেটের মাধ্যম আপলোড করে আসছে। এছাড়া ২০১৪ সালের ৩ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লেখে ইন্টারনেটে আপলোড করছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানিসহ তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন্ করা হয়েছে। পাবনা থানার ভারপ্রাপ্ত নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামী রুমেলকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুম্মান হাসান জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে আসামী রুমেলকে দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।