বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে খাদ্য মন্ত্রণালয়

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি বছর ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে ২০২৩ সালের এ পদকের জন্য খাদ্য মন্ত্রণালয়কে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে খাদ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জ্যেষ্ঠ সচিব লিখেন, নীতি ও পদ্ধতির সংস্কার এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আপনার প্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জুলাই বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেবেন।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক
Comments (0)
Add Comment