পাবনায় বিনা ধান-২২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদী আমন ধানের জাত বিনাধান-২২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা),উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে পাবনার আটঘরিয়া উপজেলার হাজীপাড়ায় একটি মাঠে শস্য কর্তন পরবর্তী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা),উপকেন্দ্র ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন’র সভাপতি প্রধান অতিথি হিসেবে(ভার্চুয়াল) উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ আব্দুল কাদের,অতিরিক্ত উপপরিচালক শামসুল আলম,আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রোখসানা কামরুন্নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা খান জাহান আলী,বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান সহ স্থানীয় কৃষক-কৃষণীবৃন্দ।

আপডেট নিউজ পাবনাপাবনাবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউটবিনা ধান-২২বিনাধান-২২
Comments (0)
Add Comment