পাবনায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপিত

পাবনা প্রতিনিধি : সারা দেশের ন্যায় পাবনাতেও যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপন করেছেন কৃষ্ণ ভক্তরা।

এ উপলক্ষ্যে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে পাবনার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালি বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটির আয়োজনে শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি অজয় কুমার দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাদল চন্দ্র ঘোষের সঞ্চালনায় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক প্রলয় চাকী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি প্রভাষ ভদ্রসহ অনেকে।

জন্মাষ্টমী
Comments (0)
Add Comment