‘শেখ হাসিনার অধীনেই ভোট, আমরা ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছি’

নিজস্ব প্রতিনিধি : আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে সংবিধানের ভিত্তিতেই হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে রোড টু স্মার্ট বাংলদেশ কর্মসূচির আওতায় ও স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে এবং সংবিধানের ভিত্তিতেই হবে। সত্যিকার অর্থে আমরা ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছি। যেন আমরা যদি সঠিকভাবে ভোটারদের কাছে পৌঁছাতে পারি। একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে ভোটদের উৎসাহিত করবো। আমরা জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমেই স্বশরীরে ভোট দিয়ে এবং মানুষকে সাথে নিয়েই সমস্ত যড়যন্ত্র মোকাবেলা করবো।’

ড. ইউনুস প্রসঙ্গে সাবেক এই মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘অবশ্যই উনি সম্মানিত ব্যক্তি। কিন্তু যারা স্বাধীনতাবিরোধী তারাই এটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ড. ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কিভাবে সেটি বোধগম্য নয়। কেননা তিনি একজন অর্থনীতিবিদ। তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করেছেন। তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে নোবেল। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পড়ার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার কি অবদান তা বোধগম্য নয়।

পরে জেলা শিল্পকলা একাডেমীতে স্মার্ট কর্ণার বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স.ম আব্দুর রহিম পাকন, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মেজর জেনারেল (অব.) ড. মো. ফসিউর রহমান, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহত আলী মালিথা, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য সাকিবুর রহমান শরীফ কনক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার অধীনেই ভোট
Comments (0)
Add Comment