ডিমের দাম বাড়াতে বাজারে কারসাজি করার অভিযোগে ডিম বাজারজাতকারী পোলট্রি ফার্ম, সংশ্লিষ্ট সমিতিসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। অভিযোগের বিষয়ে ১৫ দিনের মধ্যে জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
যে ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো হচ্ছে কাজী ফার্মস লিমিটেড, প্যারাগন পোলট্রি লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেড, পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, নাবা ফার্ম লিমিটেড, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ), বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, পোলট্রি প্রফেশনালস বাংলাদেশ (পিপিবি) ও ইউনাইটেড এগ সেল পয়েন্ট।
বিসিসি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। কোনো কম্পানি প্রতিযোগী আইন লঙ্ঘন করলে কমিশন তদন্তের মাধ্যমে শাস্তি (প্রতিযোগিতা আইন-২০১২-এর অধীনে) দেওয়ার ক্ষমতা রাখে। এই আইনে আদালতে না গিয়ে মামলা নিষ্পত্তি করা যায়। কমিশন আইন অনুসারে অভিযুক্ত প্রতিষ্ঠানকে শাস্তি হিসেবে নগদ অর্থ জরিমানা করতে পারে।
জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, ডিমের বাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। কমিশনের তদন্তে এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা করা হয়। আজ (বুধবার) তাদের নোটিশও দেওয়া হয়েছে।