বান্দরবানে অনাথ শিশুদের জন্য কাজ করে যাচ্ছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে ৫০ লক্ষ টাকা ব্যায়ে বৌদ্ধ অনাথালয় ছাএছাএী হোস্টেলের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

আজ ১৬ সেপ্টেম্বর শনিবার বিকালে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন এলাকায় অনাথ শিশুদের উন্নয়নে এই কাজের উদ্বোধন করা হয়।

এই সময় অনুষ্টানে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক হারুনুর রশীদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের নির্বাহী পরিচালক ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অনেকে।

অনুষ্টানে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য বান্দরবানের কেউ অবহেলিত থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারনে আজ পার্বত্যবাসী উন্নয়নের এই ছৌয়া পেয়েছে। তাই সকল মানুষের পাশাপাশি দুস্থ এতিম মেধাবী শিশুদের পাশে আজীবন পার্বত্য মন্ত্রী থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
Comments (0)
Add Comment