নিজস্ব প্রতিনিধি : এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অকার্যকারিতা) সহনীয় মাত্রায় আনার জন্য, ওষুধ ক্রেতা-বিক্রেতা, চিকিৎসকসহ সব পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সচেতনতা তৈরিতে শুরু হয়েছে ১৮-২৪ নভেম্বর ২০২৩ বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
সচেতনতা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হলো একসাথে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি।
সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে বিএনএনআরসি মিডিয়া মবিলাইজেশনের পাশাপাশি দেশের চলমান ২১টি কমিউনিটি রেডিও এবং কমিউনিটি ভিজ্যুয়াল রেডিও’র মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। রেডিও অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এন্টিবায়োটিক-এর যথেচ্ছ ব্যবহার প্রতিরোধ এবং ঔষুধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ -এর ৪০(ঘ) ধারা (রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বা অন্য কোন ঔষুধ বিক্রয় হইলে অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ড) বিষয়ে পিএসএ, সাক্ষাৎকার, ম্যাগাজিন অনুষ্ঠান, ওষুধ ক্রেতা-বিক্রেতা, প্রশাসন, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি এবং চিকিৎসকদের অংশগ্রহণে স্টুডিও সংলাপ বা আলাপচারিতা অনুষ্ঠান। রেডিও’তে সম্প্রচারের পাশাপাশি অনুষ্ঠানগুলো রেডিওগুলোর ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে।
উক্ত অনুষ্ঠানগুলোতে মূলত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন ঘটে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন বাড়ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবার কারণ কী, কারা বেশি ঝুঁকিতে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের উপায়, এসডিজি অভীষ্ট -৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) বাস্তবায়নে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন জরুরী, ঔষুধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ -এর ৪০(ঘ) ধারা (রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বা অন্য কোন ঔষুধ বিক্রয় হইলে অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ড), অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের সংশ্লিষ্ট অংশীজনদের করণীয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তথ্য প্রদান করা হবে।
বর্তমানে দেশের ১৯ কমিউনিটি রেডিও এবং ২টি কমিউনিটি অনলাইন রেডিও’র কমিউনিটি হল- কমিউনিটি রেডিও পদ্মা ৯৯.২এফএম (রাজশাহী), কমিউনিটি রেডিও নলতা ৯৯.২এফএম (কালীগঞ্জ , সাতক্ষীরা), কমিউনিটি লোকবেতার ৯৯.২এফএম (বরগুনা), কমিউনিটি রেডিও পল্লীকন্ঠ ৯৯.২এফএম(মৌলভীবাজার), কমিউনিটি রেডিও সাগরগিরি৯৯.২এফএম (সীতাকুন্ড, চট্টগ্রাম), কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮এফএম (চাঁপাইনবাবগঞ্জ), কমিউনিটি রেডিও মুক্তি৯৯.২এফএম (বগুড়া), কমিউনিটি রেডিও চিলমারী৯৯.২এফএম (চিলমারী, কুড়িগ্রাম), কমিউনিটি রেডিও ঝিনুক ৯৯.২এফএম ( ঝিনাইদহ), কমিউনিটি কৃষি রেডিও ৯৯.৮এফএম ( আমতলী, বরগুনা), কমিউনিটি রেডিও নাফ ৯৯.২এফএম (টেকনাফ, কক্সবাজার), কমিউনিটি রেডিও সুন্দরবন ৯৮.৮এফএম(দাকোপ, খুলনা), কমিউনিটি রেডিও বিক্রমপুর ৯৯.২এফএম (মুন্সিগঞ্জ), কমিউনিটি বরেন্দ্র রেডিও ৯৯.২এফএম ( নওগাঁ), কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০এফএম (চরফ্যাসন, ভোলা), কমিউনিটি রেডিও সাগরদ্বীপ ৯৯.২এফএম (হাতিয়া, নোয়াখালী), কমিউনিটি রেডিও সারাবেলা৯৮.৮এফএম (গাইবান্ধা), কমিউনিটি
রেডিও বড়াল ৯৯.০এফএম ( বাঘা, রাজশাহী), কমিউনিটি রেডিও সৈকত ৯৯.০এফএম (কক্সবাজার), কমিউনিটি অনলাইন রেডিও দ্বীপ, কমিউনিটি অনলাইন রেডিও ভৈরব। উল্লেখ্য বাংলাদেশে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে একটি বড় চিন্তার কারণ হিসেবে আবির্ভূত
হয়েছে। কেননা সময়ের সাথে সাথে ব্যাকটেরিয়াদের এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্ষমতা লাভের প্রবণতা কমছে না, বরং বেড়েই চলেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো সাম্প্রতিক অত্যধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার। সামান্য কোনো অসুখ হলেই মানুষ অ্যান্টিবায়োটিকের দিকে ঝুঁকছে। বাংলাদেশে বহু মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ চিকিৎসকের প্রেসক্রিপ্টশন ছাড়া ফার্মেসীতে গিয়ে অ্যান্টিবায়োটিক
কিনে সেবন করে। আবার কেউ কেউ প্রেসক্রিপ্টশন মোতাবেক ওষুধ কিনলেও কোর্স শেষ না করে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। তাদের মধ্যে ধারণাই নাই যে এর ফলে তার শরীর এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে কোন সংক্রমণ হলে সেটা আর কোন ওষুধে হয়তো সারবে না। এর ফলে যে অ্যান্টিবায়োটিককে মনে করা হতো যে কোনো জীবাণুর বিরুদ্ধে অব্যর্থ, তা এখন অনেক ক্ষেত্রে কাজই
করছে না। এমতাবস্থায় সকল পক্ষ তথা , রোগী, ওষুধ ক্রেতা-বিক্রেতা, প্রশাসন, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি এবং চিকিৎসকদের সমন্বিত ও কার্যকরী উদ্যোগ একান্ত আবশ্যক। আর এ ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।
বিএনএনআরসি জাতীয় পর্যায়ের গণমাধ্যমের (প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন) সাংবাদিকদের এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের (ব্যবস্থাপনা সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক) সাথে বিভিন্ন পয়ায়ে আলোচনা, প্রতিবেদকদের প্রশিক্ষণ প্রদান, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ ও প্রচারের জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমেধ্যে এই বিষয়ের ওপর বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কর্মরত স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত যোগাযোগ সম্বয়য় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আশা করা হচ্ছে বিএনএনআরসি’র উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৩ উদযাপনের মাধ্যমে কমিউনিটি রেডিওগুলোর সম্প্রচারভ‚ক্ত এলাকার জনসাধারনের মধ্যে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অকার্যকারিতা) সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে এবং এন্টিবায়োটিক-এর যথেচ্ছ ব্যবহারের প্রবণতা হ্রাস পাবে।
World Antimicrobial Resistance Awareness Week 2023
World Antimicrobial Resistance Awareness Week 2023 has begun Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) has been celebrating the World Antimicrobial Resistance Awareness Week from 18-24 November 2023 to bring antimicrobial resistance (inefficiency) to a tolerable level. This year’s theme for World Antimicrobial Resistance Awareness Week is Let’s Fight Antimicrobial Resistance Together. In celebration of the week, BNNRC media mobilization as well as 21 community radios running in the country and the community radio has taken the initiative of producing and broadcasting various
programs throughout the week to create public awareness through visual radio. Radio programs include PSAs on Prevention of Abuse of Antibiotics and Section 40(Gha) of the Medicines and Cosmetics Act, 2023 (Fine not exceeding Tk 20 (twenty) thousand for sale of antibiotics or any other medicine without the prescription of a registered physician), interviews, Magazine programs, studio dialogues or interaction programs with the participation of drug dealers, administration, civil society, youth representatives and doctors. In addition to broadcasting on the radio, the programs will be broadcast on the Facebook page of the radio or through YouTube channels.
In these programs, what are antibiotics and antibiotic resistance, why antibiotic resistance occurs, why antibiotic resistance is increasing, what are the causes of antibiotic resistance, who is more at risk, ways to prevent antibiotic resistance, why antibiotic resistance is important for the implementation of SDG Goal-3 (good health and well-being), Section 40(Gha) of the Medicines and Cosmetics Act, 2023 (sale of antibiotics or any other medicine without a prescription from a registered physician for more than 20 (twenty) thousand taka), related parties to prevent antibiotic resistance, etc., will be provided with information. Currently there are 19 community radios and 2 community online radios in the country – Community Radio Padma 99.2FM (Rajshahi), Community Radio Nalta 99.2FM (Kaliganj, Satkhira), Community Lokbetar 99.2FM (Barguna), Community Radio Pallikantha 99 .2FM (Moulvibazar), Community Radio Sagargiri 99.2FM (Sitakund, Chattogram), Community Radio Mahananda 98.8FM
(Chapainawabganj), Community Radio Mukti 99.2FM (Bogra), Community Radio Chilmari 99.2FM (Chilmari, Kurigram), Community Radio Jhinuk 99.2FM (Jhenaidah), Community Krishi Radio 99.8FM (Amtali, Barguna), Community Radio Naf 99.2FM (Technaf, Cox’s Bazar), Community Radio Sundarbans 98.8FM (Dakop, Khulna), Community Radio Bikrampur 99.2FM ( Munshiganj), Community Barendra Radio 99.2FM (Naogaon), Community Radio Meghna 99.0FM (Charphason, Bhola), Community Radio Sagardeep 99.2FM (Hatia, Noakhali), Community Radio Sarabela 98.8FM (Gaibandha), Community Radio Baral 99 .0FM (Bagha, Rajshahi), Community Radio Saikat 99.0FM (Cox’s Bazar), Community Online Radio Dwip, Community Online Radio Bhairav.
It is to be noted that antimicrobial resistance has emerged as a major concern in Bangladesh at present. Because over time, the tendency of bacteria to gain antimicrobial resistance is not decreasing, but increasing. The biggest reason behind this is the recent excessive use of antibiotics. People turn to antibiotics for minor ailments. Many people in Bangladesh, especially low-income people, go to the pharmacy and buy antibiotics without a doctor’s prescription. Others buy prescription drugs but stop taking the drugs before completing the course. They have no idea that as a result of this, his body is becoming antimicrobial resistant and any subsequent infection may not be cured by any medicine.
As a result, antibiotics that were thought ineffective against any bacteria are now no longer effective in many cases. In such a situation, a coordinated and effective initiative of all parties namely, patients, drug buyers and sellers, administration, civil society, youth representatives and doctors are necessary. In this case, the role of media is undeniable.
BNNRC continues various activities to engage with national-level media (print, electronic, online) journalists and media-related policymakers (Managing Editor, Executive Editor, News Editor, Chief Correspondent), provide training to reporters, and publish and disseminate media reports. Several reports have been published and circulated on this subject. Various activities are being conducted with health journalists working in the media regarding the issue. Moreover, activities are being conducted through the Communicable Disease Control Program of the Department of Health through regular communication. It is hoped that the celebration of World Antimicrobial Resistance Awareness Week 2023 initiated by BNNRC will increase the awareness of antimicrobial resistance among the public in the broadcasting areas of community radios and reduce the trend of indiscriminate use of antibiotics.