ম.ম.রবি ডাকুয়া বাগেরহাট জেলা প্রতিনিধি : দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলায় অবশেষে কর্মরত শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে তৈরী করা হলো শ্রমিক হাসপাতাল।মোংলা বন্দর কর্তৃপক্ষের অধিগ্রহকৃত ডেল্টা ব্যরাকে নির্মিত হলো এ শ্রমিক কল্যান চিকিৎসা কেন্দ্র নামে হাসপাতাল টি।এর আগে বন্দরের ডক বিলুপ্তির আগে কর্মরত শ্রমিকদের চিকিৎসার জন্যে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ছিল মোংলা বন্দর কর্তৃপক্ষের পাওয়ার হাউজ সংলগ্ন যা কিনা স্থানীয় কর্মরত সকল শ্রমিকদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
ওয়ান ইলেভেনের পর ডক বিলুপ্তির সাথে সাথে পুরোপুরি বন্ধ হয়ে যায় হাসপাতালটি।যাতে জাহাজে কর্মরত শ্রমিকদের দূর্ঘটনা কবলিত ও সাধারণ অসুস্থতার চিকিৎসা ব্যস্থা পুরোপুরি ভেঙ্গে পড়ে।এবং চরম ভোগান্তি পোহাতে হয় জাহাজে দূর্ঘটনা কবলিত সহ শ্রমিকদের। তাই দীর্ঘদিন পর এ হাসপাতাল নির্মানে শ্রমিকদের একটা প্রাণের দাবী পুরন হলো।তারা এতে অনেক উৎফুল্ল।শ্রমিক কল্যান হাসপাতালটি এখন স্থানীয় শ্রমিক সাধারন সহ জাহাজে দূর্ঘটনা কবালিত শ্রমিকদের কষ্ট অনেকটা লাগব করবে বলে জানায় কর্মরত শ্রমিকরা।তারা হাসপাতালটি নির্মানের জন্যে বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আজ ১৯ নভেম্বর হাসপাতালটির উদ্বোধন করে শ্রমিক সাধারণের জন্যে তা খুলে দেয়া হলো।মোংলা ডেল্টা ব্যরাকে অবস্থিত এ সময় হাসপাতালটির উদ্বোধনি অনুষ্ঠানে মোংলা বন্দরের উর্ধতন কর্মকর্তারাও যোগ দেন।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যডমিরাল এম শাহজাহান এনবিপি,এনডিসি পিএসসি ছাড়াও আরো উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তা সহ বন্দর ব্যবহারকারী শিপিং ঠিকাদার প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় আপামোর শ্রমিক জনতা।