বিডি২৪ভিউজ ডেস্ক : কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডি আরও ৮ কোটি ৭০ লাখ ডলার মানবিক সহায়তা দিয়েছে। গতকাল বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, নতুন এ অর্থায়নের মাধ্যমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্বনির্ভরতা ও জীবিকা সহায়তা নিয়ে কাজ করবে ইউএসএআইডি। এই অতিরিক্ত তহবিল বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ডব্লিউএফপির খাবার সংগ্রহে সক্ষমতা বাড়াবে।