সব বাহিনীর সমন্বয়ে মনিটরিং সেল গঠন

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। গতকাল রবিবার সংশ্লিষ্ট সবাইকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান।

বিশেষ সমন্বয় সেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ইসির স্মার্টকার্ড প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। এ ছাড়া আরও ২১ কর্মকর্তা অন্তর্ভুক্ত হবেন। এদের

মধ্যে রয়েছেন একজন উপ-সচিব, উপ-সচিব মর্যাদার পুলিশের পাঁচজন, র‌্যাবের দুজন, বিজিবির তিনজন, কোস্টগার্ডের দুজন, আনসার ও ভিডিপির দুজন, সেনাবাহিনীর মেজর পদ মর্যাদার চারজন, নৌবাহিনীর একজন ও বিমানবাহিনীর এক সদস্য।

মনিটরিং সেল আগামী ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পরিচালনা করা হবে। দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করে প্রতি দেড় ঘণ্টা পরপর নির্বাচন কমিশনকে অবহিত করবেন এবং প্রয়োজনে বিশেষ প্রতিবেদন পাঠাবেন।

নির্বাচন কমিশন
Comments (0)
Add Comment