পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপ্রতি

পাবনা প্রতিনিধি : রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দুপুর ২ টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকাপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। তাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী রিসিভ করেন।

ইউএনও সুবীর বলেন, হেলিকাপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের দিকে রওনা দিয়েছেন। সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

চারদিনের এই সফরে তিনি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপ্রতি মো: সাহাবুদ্দিনের আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।

রাষ্ট্রপ্রতি
Comments (0)
Add Comment