বিডি২৪ভিউজ ডেস্ক : সেপ্টেম্বর থেকে পাতাল রেলের কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২০ জানুয়ারি) সকালে উত্তরার দিয়াবাড়িতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে মেট্রোরেল শুক্রবার ছাড়া প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা ১০ মিনিট থেকে রাত আটটা ৪০ মিনিট পর্যন্ত চলবে।’
ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা
তিনি আরও বলেন, ‘ইজতেমা চলাকালে মেট্রোরেলের সময় বাড়ানোর হবে কিনা এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, বইমেলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত।’
উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। আরও নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।’
ব্রিফিংয়ের আগে ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।