সরকারি প্রতিষ্ঠানে লোকসান হলেই ম্যানেজমেন্ট পরিবর্তন

বিডি২৪ভিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চলতি বছরের ৩০ জুনের মধ্যে লোকসানে থাকা টেলিটক, টেশিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো লাভে ফিরতে না পারলে এমডি থেকে শুরু করে পুরো ম্যানেজমেন্ট পরিবর্তন করা হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি ও বেসরকারি ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, লোকসানে থাকা টেলিটক, টেশিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো লাভে ফিরতে না পারলে কাউকে ছাড় দেয়া হবে না। এমডি থেকে শুরু করে পুরো ম্যানেজমেন্ট পরিবর্তন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে।

এছাড়া হাইটেক পার্কে জায়গা নিয়েও দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠান বিনিয়োগ বা কাজ শুরু করেনি তাদের বরাদ্দ বাতিল করা হবে বলে জানান পলক।

জুনাইদ আহমেদ পলক
Comments (0)
Add Comment