“নামহীন সম্বন্ধ” ???? ফারহানা রওশন অমৃতা

“নামহীন সম্বন্ধ”
???? ফারহানা রওশন অমৃতা

তুমি আমার মুক্ত আকাশ
যখন ইচ্ছে এদিক ওদিক উড়ব।
আবার যখন ইচ্ছে হবে
তোমায় নিয়ে ডুব সাঁতারে হারাব।

তুমি আমার অব্যক্ত ভালবাসা।
তোমায় পেতেই হবে এমন কোনো কথা নেই।
তোমায় ছুঁতেই হবে এমনও কোনো
বাধ্য বাধকতা নেই।
ভালবাসলেই ছুঁতে হবে
এই রীতিতে আমি বিশ্বাসী নই।

বরং ভালবাসার বাঁধন আলগা করে দেয়াটাই শ্রেয়।
জানি, তুমিও ভালবাস।
খানিকটা নয়, অনেক বেশি।
আমিও তেমনই।
তবুও মুখ ফুটে বলা হয়ে ওঠে নি কখনো।

তোমাতে আমাতে যে ব্যবধান
সে তো সমাজেরই সৃষ্ট।
তোমার আমার কাছে যা সবটাই নগন্য।

তোমাতে আমাতে যেটুকু তার কোনো ভাষা নেই।
নামও নেই।
সম্পূর্ণ নামহীন এই সম্বন্ধ।

তবুও অটুট থাকুক এই চমৎকার বন্ধন।
কোনো আঘাতেই যেন ভাঙবার নয়কো।

নামহীন সম্বন্ধফারহানা রওশন অমৃতা
Comments (0)
Add Comment