বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১২ জনের কেউই এখনো শঙ্কামুক্ত নন। আহতদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। তাদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের।
গতকাল অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০টি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬টি লাশ এসেছে। এ দুই হাসপাতালে আরও ১২ জন চিকিৎসাধীন। তারা কেউই শঙ্কামুক্ত নন। আরও পাঁচটি লাশ আছে যেগুলো শনাক্ত করা যায়নি।
তিনি বলেন, ‘কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছেন তারা। একটা বদ্ধ ঘরে থেকে প্রবেশ করতে না পারায় ধোঁয়া শ্বাসনালিতে চলে যায়। মারা যাওয়া প্রত্যেকেরই এমনটা হয়েছে। যাদের বেশি হয়েছে, দুঃখজনকভাবে তারা বাঁচতে পারেননি। এখনো যারা চিকিৎসাধীন, কেউই শঙ্কামুক্ত নন। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদের জন্য চেষ্টা করছি। আমি এখন আবার চিকিৎসকদের নিয়ে বসব। পরিকল্পনা করব কীভাবে কী করা যায়।’