টেকসই উন্নয়নের জন্য পরমাণু প্রযুক্তির ওপর রসাটম মহাপরিচালকের গুরুত্বারোপ

বিডি২৪ভিউহ ডেস্ক : রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ মনে করেন যে, জাতিসংঘ কর্তৃক নির্ধারিত টেকসই বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে একটি আদর্শ সমাধান হতে পারে পরমাণু শক্তি ও প্রযুক্তি। তিনি বর্তমানে রাশিয়ার সাইরিয়াস ফেডারেল অঞ্চলে অনুষ্ঠানরত ‘বিশ্ব যুব উৎসব ২০২৪’ এর অংশ হিসেবে আয়োজিত শিক্ষা ম্যারাথন ‘নলেজ’ এর উদ্বোধনী
অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। যুব উৎসবটি ১-৭ মার্চ অনুষ্ঠিত হচ্ছে।

লিখাচেভ তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের ক্ষেত্রে রসাটমের প্রচেষ্টা ও ভূমিকা তুলে ধরেন। তিনি জানান যে বিশ্বে বর্তমানে ২৫টি পরমাণু প্রযুক্তি এক্সপোর্ট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার মধ্যে ২২টি করছে রসাটম। তিনি রসাটমকে এক্ষেত্রে অবিসংবাদিত বিশ্ব নেতা হিসেবে উল্লেখ করেন।

লেক্সি লিখাচেভ আরও বলেন, “শুধুমাত্র ৩+ প্রজন্মের রিয়্যাক্টর প্রযুক্তির ক্ষেত্রেই আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি না, আমরা চতুর্থ প্রজন্মের পরমাণু প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক নিরাপত্তা ও ক্লোজড জ্বালানী চক্র নীতির ওপর ভিত্তি করে এই প্রজন্মের প্রযুক্তি
কাজ করে থাকে। রাশিয়া হচ্ছে বর্তমানে একমাত্র দেশ যারা সত্যিকার্থেই চতুর্থ প্রজন্মের পরমাণু প্রকল্প বাস্তবায়ন করছে”।

তিনি আরও উল্লেখ করেন যে, “পরমাণু প্রযুক্তির উন্নয়নে আমাদের দেশ মূল সঞ্চালকের ভূমিকা পালন করছে”। রসাটম মহাপরিচালক সংস্থাটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে নর্দার্ন সী-রুট, আইসব্রেকার নির্মান, কোয়ান্টাম কম্পিউটার তৈরি, এবং রেডিও ফার্মাসিউটিক্যাল এর উৎপাদনের কথা উল্লেখ করেন।

বক্তব্যের শেষে লিখাচেভ বলেন, “আমাদের সকল প্রযুক্তি অবশ্যই জনমানুষের কল্যানে এবং মানবিক কারণে ব্যবহৃত হবে। মোদ্দা কথা
হলো, আমরা মানুষের জন্যই কাজ করছি”।

বিশ্ব যুব উৎসব ২০২৪ এ প্রায় বিশ হাজার তরুণ ও যুবক অংশগ্রহণ করছে। তাদের প্রত্যেকেই শিক্ষা, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা, সংস্কৃতি, স্বেচ্ছা শ্রম ও চ্যারিটি, ব্যবসা ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন। বাংলাদেশসহ বিশ্বের কয়েক ডজন দেশের প্রায় দশ হাজার যুব প্রতিনিধিও রয়েছেন অংশগ্রহণকারীদের মধ্যে।

Rosatom DG emphasizes nuclear technology for sustainable development

Alexey Likhachev, Director General of Rosatom State Atomic Energy Corporation, Russia
opines that nuclear energy and technology could be ideal solutions in achieving the global
sustainable development goals set by the United Nations. He was addressing the opening
ceremony of the education marathon ‘Knowledge’, organized as part of the World Youth
Festival 2024, being held in the federal territory of Sirius, Russia from March 1 to 7.

In his speech, Likhachev highlighted the role of Rosatom in achieving SDG goals. He
informed that out of 25 nuclear technology export projects in the world, Rosatom is currently
implementing 22. According to him, Rosatom is now the undisputed leader in this field.
“We are not only leaders in generation III+ reactor technologies. We have developed a
fourth-generation nuclear landscape, which is based on the principle of a natural level of
safety and a closed nuclear fuel cycle. Russia is the only country that practically implements
fourth-generation projects,” noted Alexey Likhachev. “Our country is one of the main
moderators of the development of nuclear energy on the planet,” he added.

The Rosatom Head also shared information about the development of the Northern Sea
Route, the construction of new icebreakers, as well as the developments in the manufacturing
of quantum computers, and the production of new radiopharmaceuticals.

“All our technologies must be tested for the benefit of people, and for humanitarian results.
The main thing we work for is people!” concluded Alexey Likhachev.

20 thousand young leaders in the fields of education, science, international cooperation,
culture, volunteering and charity, sports, business, and media are attending the World Youth
Festival 2024. Nearly 10 thousand participants from dozens of countries including
Bangladesh are participating in the festival.

Rosatom DG emphasizes nuclear technology for sustainable developmentরসাটম
Comments (0)
Add Comment