দুই ধরনের খেজুরের দাম বেঁধে দিল সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : দুই ধরনের খেজুরের দাম বেঁধে দিয়েছে সরকার। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের প্রতি কেজির দাম ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জায়দি খেজুরের দাম ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ নির্ধারিত মূল্যের আলোকে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার খেজুরের খুচরা মূল্য নির্ধারণ-সংক্রান্ত এ স্মারক জারি করা হয়। খেজুরের পর এবার চিনির দামও বেঁধে দিয়েছে সরকার। প্রতি কেজি চিনি সর্বোচ্চ ১৪০ টাকায় বিক্রি করা যাবে। তবে প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দাম হবে ১৪৫ টাকা।

স্মারকে বলা হয়েছে, দেশে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক, কর ও আমদানিকারকদের অন্যান্য খরচ বিশ্লেষণ করে এ দাম নির্ধারণ করা হয়েছে। এবার রোজা শুরুর আগে থেকেই বাজারে খেজুরের দাম বাড়তি। গতকালও রাজধানী কোনো বাজারে ২৫০ টাকার নিচে কোনো খেজুর বিক্রি হতে দেখা যায়নি। তা-ও হাতেগোনা কিছু দোকানে এ দামে খেজুর বিক্রি হতে দেখা যায়। অধিকাংশ দোকানেই খেজুরের সর্বনিম্ন দাম ছিল প্রতি কেজি ৫০০ টাকা, সর্বোচ্চ ২২০০ টাকা পর্যন্ত।

খেজুর
Comments (0)
Add Comment