বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে কৃষি পণ্য; বিশেষকরে আম আমদানি করতে চায় চীন। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
বুধবার (২০ মার্চ) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে দুজনের মধ্য এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য রপ্তানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
শহীদুজ্জামান সরকার বলেন, চীন বাংলাদেশের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু-দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে পরিকল্পনা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে।
এ সময় চীনের রাষ্ট্রদূতকে ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান শহীদুজ্জামান সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন চীনের রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), জ্বালানি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন।