শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু : লাখ ভক্তের মিলন মেলা

নিজস্ব প্রতিনিধি : পাবনার হিমাইতপুরে পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু হয়েছে।তিনদিনের মহোৎসব উপলক্ষে পাবনার হিমাইতপুর আশ্রম প্রাঙ্গনে লাখ ভক্তের মিলন মেলায় পরিণত হতে হয়েছে। দেশের বিভন্ন জেলা এবং দেশের বাইরে থেকে ভক্তবৃন্দ এসেছেন।

উৎসবের প্রথম দিন রবিবার (২৪ মার্চ ) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ।

বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পাবনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষণ রায়, পাবনা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র, ভারত থেকে আগত সম্পদ নারয়ন বন্দোপাধ্যায়, প্রলয় মজুমদার, প্রীতি গোপাল দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৎসঙ্গের পরিচালনা কমিটির আহবায়ক গোপীনাথ কুন্ডু।

আয়োজকরা জানান, তিন দিনের মহোৎসবের অনুষ্ঠানমালায় থাকছে ঊষালগ্নে মাঙ্গলিকী, তারকব্রহ্ম নাম সঙ্কীর্তন, সকাল-সন্ধ্যা বিরতিহীন নাম-ধ্যান, সমবেত প্রার্থনা, সদ্‌গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত, পুরুষোত্তমের আবির্ভাবলগ্নের স্মতিচারণ। (পুষ্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খধ্বনি, বন্দেপুরুষোত্তমম্ ধ্বনি ও উলুধ্বনি) বিশ্ব কল্যাণে বিশেষ প্রার্থনা, পুরুষোত্তম প্রণাম ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন। জাতীয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা ও মাতৃবন্দনা সহযোগে সৎসঙ্গ পতাকা উত্তোলন, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা, লীলাকীর্ত্তন, শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবসের পুণ্যলগ্নের স্মৃতিচারণ, শ্রীশ্রীঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ ও শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতিসহ আশ্রম অঙ্গন প্রদক্ষিণ, কিশোরমেলা, ঋত্বিক সম্মেলন, মাতৃ সম্মেলন, যুব সম্মেলন, প্রার্থনান্তে ধর্মসভা, আন্দোবাজারে মহাপ্রসাদ বিতরণ, রাত্রে লোকরঞ্জন অনুষ্ঠান।

সৎসঙ্গের পরিচালনা কমিটির সদস্য সচিব তাপস চন্দ্র বর্মণ জানান, তিনদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনেই প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম ঘটেছে। সুন্দর ভাবে মহোৎসব চলছে। লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে বলা আশা করছি।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম
Comments (0)
Add Comment