মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা জোনে পালিত হল ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে পুরাে জোন সদরে ছিল সাজ বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা জোনে পালিত হল ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী রব।
দুপুরে একে একে আমন্ত্রিত অতিথিরা জোন সদরে উপস্থিত হয়ে ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা সাথে সাক্ষাৎ করে ফুল দিযে শুভেচ্ছা জানান।
পরে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাজেদুর রহমান, বিজিবিএম অতিরিক্ত পরিচাল রিজিয়ন কমান্ডার বর্ডার গার্ড দক্ষিণ পূর্ব রেজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম, প্রধান অতিথি অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং অতিথিদের নিয়ে প্রীতিভোজে অংশগ্রহণ করেন কাপ্তাই ওয়াগ্গা জোন অধিনায়ক মোঃ আমীর হোসেন মোল্লা।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এ এফডব্লিউি,পিএসসি, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার) পিএসসি, বরকল ৪৫ বিজিবি অধিনায় লেঃ কর্নেল মোঃ শামসুল কবীর, পিএসসি আর্টিলারি, কাপ্তাই ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নুর উল্লাহ জুয়েল,পিএসসি, কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন অধিনায়, লেঃ কর্নেল মোহাম্মদ সোহেল,পিএসসি, বানৌজা শহীদ মোয়াজ্জেম কমান্ডার মোঃ ওয়াসিমুল বারী,পিএসসি, কাপ্তাই শাখা ডিজিএফআই অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ সালাউদ্দিন অহম্মেদ, পিএসসি,সিগন্যাল, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে প্রীতিভোজ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওয়াগ্গা ৪১ বিজিবি জোন মাঠ প্রাঙ্গনে।