বিশ্রুতি বিপর্যয়/
কাজী আতীক।
যখোন বিচ্যুতিগুলো সশব্দ প্রকট
বিভ্রম খেয়ায় ভাসে অসঙ্গত অভিলাষ
তারপরও যেনো সবকিছুই ঠিকঠাক-
এতোটা নিলাজ অভিব্যক্তি সবার
নির্বিকার ব্যস্ততা যেনো আয়োজনে মধুরাত।
বিশ্রুত বাসনায় যখোন কদর্য অনুশীলন
সখ্যতা সংযোগ যদি আরোহণ নির্ধারক হয়
তবে নিশ্চিত ডেকে আনে বিশ্রুতি বিপর্যয়।
এখোন যখোন বিচ্যুতিগুলো সশব্দ প্রকট
তবু অসাধু সংযোগ বিকল্পগুলো নিয়ত সচল।
(নিউ ইয়র্ক, ১৮ মে ‘২০২৪)