টাঙ্গাইলের ধনবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম আর নেই

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দড়িচন্দ্র বাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন। এলাকার সুপরিচিত সদাহাস্যোজ্বল আব্দুল হাকিম বেশ কিছুদিন শ্বাষকষ্টে ভোগার পর রোববার ঢাকা ক্যান্টনমেন্টর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সাবেক একাউন্ট অফিসার মরহুমের প্রথম জানাযা নামাজ ক্যান্টনমেন্টের মানিকদি আমতলা বাজারে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ঢাকার মানিকদি আমতলা বাজার বাসা থেকে মরদেহ গ্রামের বাড়ীর ধনবাড়ী উপজেলার দড়িচন্দ্র বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছে। মরহুমের বড় ছেলে জি ফোর এস ( G4S বাংলাদেশ) এর সিনিয়র ম্যানেজার মোস্তফাজামান জামান শাহীন জানান, সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় ইউএনও, উপজেলা চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। পরে দড়িচন্দ্রবাড়ী বাকের পাড়ায় তাঁর দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আব্দুল হাকিম
Comments (0)
Add Comment