রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলাপাড়া পৌর শহর সাজানো হয়েছে নতুন সাজে। সম্পূর্ণ প্রস্তুত জনসভার মাঠ। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মাঠে মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ সদস্য, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

২৬ মে রাত থেকে ২৭ মে শেষরাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে ঝড়বৃষ্টি-জলোচ্ছ্বাসে বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষতি হয়।

জেলায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ২৭ হাজার মানুষ। পুরোপুরি বিধ্বস্ত ২৩৫ ঘরবাড়ি, আর আংশিক বিধ্বস্ত ১ হাজার ৮৬৫ বাড়িঘর। কৃষিতে ক্ষয়ক্ষতি ২৬ কোটি ২১ লাখ আর মৎস্য খাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।

প্রধানমন্ত্রী
Comments (0)
Add Comment