কাপ্তাইয়ে পুলিশি অভিযানে গাঁজা সহ এক নারী আটক

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই পুলিশি অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ ফুলবানু নামের এক মহিলা আটক করেছে কাপ্তাই ফাঁড়ি পুলিশ ।

এ ঘটনায় অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাহার বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটকৃত ফুলবানু বেগম (৫০)কে ২৮ জুন (শুক্রবার) সকালে রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নির্দেশনায়, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে ২৭ জুন কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাপ্তাই পাঁড়ির এসআই মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই যতিন্দ্র ত্রিপুরা, এএসআই মুরাদ হোসেন, সৌরভ বড়ুয়া, রিদুয়ান এবং নারী পলিশ জাইতুন নিছার সহয়তায় অভিযান পরিচালনা করিয়া বৃহস্পতিবার রাতে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ ফুলবানু বেগম (৫০) কে গ্রেফতার করা হয়েছে । তার স্বামীর নাম মোঃ শামসুল হক অরফে টাকু।

কাপ্তাই
Comments (0)
Add Comment