পাবনা প্রতিনিধি : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দারের জানাজা শেষে পাবনা সদর গোরস্থানে দাফন করা হয়েছে।
কবিকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন পাবনার কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণী পেশার মানুষ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
আজ বৃহস্প্রতিবার (১১ জুলাই) সকাল ৮ টায় পাবনা সদর গোরস্থানে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
বুধবার (১০ জুলাই) সকালে উত্তরার নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। বাসায় বাদ জোহর প্রথম জানাজা শেষে কবিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একাডেমির নজরুল মঞ্চে রাখা হয় মাকিদ হায়দারের মরদেহ।
এরপর মাকিদ হায়দারের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর মরদেহ আনা হয়। সেখানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানান একাডেমির মহাপরিচালক। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর কবির মরদেহ পাবনায় তাঁর গ্রামের বাড়ি দোহারপাড়ায় পোঁছায় বুধবার (১০ জুলাই) রাত সারে ১১ টায়।