মাহফুজ আলম, নিজস্ব প্রতিনিধি : যুব সমাজের নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ, মাদকমুক্ত সমাজ গঠন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সুশীল সমাজের উদ্যোগে, সমাজের সর্বস্তরের মানুষ ও কাপ্তাই পুলিশের উপস্থিতিতে ওয়াগ্গা ইউনিয়ন শিলছড়ি ৯নং ওয়ার্ডে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার রাত ৮টায় শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেনের সঞ্চালনায়, শিলছড়ি বাজার চৌধুরী ছিদ্দিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি তদন্ত দেবাশীষ সানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই ওসি তদন্ত দেবাশীষ সানা, মো.আবদুল ওহাব, মুহাম্মদ মুহসিন, মো. নুরনবী, পাইমং মারমা প্রমূখ।
সভা শেষে শ’শ’ অভিভাবক ও সমাজ প্রতিনিধিদের মতামতের ভিত্তিত্বে কণ্ঠভোটে সভাপতি পদে আব্দুল ওহাব, সহ-সভাপতি পদে পাইমং মামরা ও উত্তম মারমা, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সারোয়ার হোসেন ও মহিলা সম্পাদিকা পদে মিনু প্রু মারমাকে নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট ‘শিলছড়ি সামাজিক শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।