রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে শারদীয় দূর্গাপূজার উৎসবে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির তাদের নিয়মিত কাজের অংশ হিসাবে শারদীয় দূর্গাৎসবে হিন্দু সম্প্রদায়ের সুবিধা বঞ্চিতদের ৪০০ জনের হাতে উপহার হিসাবে শাড়ি তুলে দেওয়া হয়।

রোটারী ক্লাব অফ পাবনা নিউসিটির বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ড সহ আত্মকর্ম সংস্থান, এবং সকল ধর্মীয় উৎসবে সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য নানান প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়ে থাকেন।

তারই ধারাবাহিকতার অংশ হিসাবে উক্ত বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মনীত চার্টার্ড প্রেসিডেন্ট বিশিষ্ট ব‍্যাবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান আবুল হোসেন সাহেব।

বিশেষ অতিথি ছিলেন আই পিপি রোটারিয়ান জিল্লুর রহমান, বতর্মান প্রেসিডেন্ট পিয়ার হোসেন বান্না সহ ক্লাবের রোটারিয়ান নুরুন্নবী খান হুমু, রোটারিয়ান আলতাফ হোসেন, রোটারিয়ান অচিন্ত কুমার, রোটারিয়ান ডাঃ মন্জুরা রহমান সহ সকল পর্যায়ের রোটারিয়ান বৃন্দ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারিয়ান উত্তম কুমার কুন্ডু। সঞ্চালনায় রোটারিয়ান রাজিবুর রহমান রিন্টু।

বিশেষ কৃতজ্ঞতায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের সভাপতি অসীত কুমার

রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
Comments (0)
Add Comment