নিজস্ব প্রতিনিধি : , ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আরটি ডকুমেন্টারি টিভি চ্যানেলের সহযোগিতায় ঢাকার রাশিয়া হাউসের আয়োজনে অনুষ্ঠিত হলো “আরটি দ্বিতীয় আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব”। এই অনন্য প্রকল্প, যা দর্শক এবং ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করে, শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকদের মধ্যে দুর্দান্ত আগ্রহ সৃষ্টি করেছ।
ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পি দভইচেনকভ বলেন, ‘এই উৎসব দর্শকদের শুধু গুরুত্বপূর্ণ সামাজিক ও ঐতিহাসিক বিষয়ের সঙ্গেই পরিচয় করিয়ে দেয় না, বরং তরুণ পরিচালকদেরও তাদের নিজস্ব কাজ তৈরিতে অনুপ্রাণিত করে। রাশিয়ার সংস্কৃতি ও শিল্পের প্রতি এমন আগ্রহ দেখে আমরা আনন্দিত। তিনি আরও জোর দিয়ে বলেন যে আরটি সবচেয়ে পেশাদার রাশিয়ান মিডিয়াগুলির মধ্যে একটি, এর সাংবাদিকরা সর্বদা ভারসাম্যপূর্ণ এবং সত্য তথ্য সরবরাহ করে।
উৎসবের বিশেষ অতিথি আরটি ডকের সম্পাদক একাতেরিনা শুভনায়া দ্বিতীয় আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব ‘আরটি ডক: দ্য টাইম অব আওয়ার হিরোস’-এর গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ অনুষদের শিক্ষার্থীদের জন্য প্রামাণ্যচিত্র নির্মাণের ওপর একটি মাস্টার ক্লাসের আয়োজন করেন। তিনি আরটির নতুন প্রকল্প সম্পর্কে কথা বলেছেন, artel.doc পোর্টাল যেখানে ৫০০টিরও বেশি ডকুমেন্টারি রয়েছে।
উৎসবের তৃতীয় দিনের অংশ হিসাবে, নিম্নলিখিত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হয়েছিল: “পাওয়ার” (লেখক: একাতেরিনা কিতায়েতসেভা, রুসলান গুসারভ), “ডনবাস. মেমোরি অব জেনারেশনস” (লেখক: একাতেরিনা কিতায়েতসেভা, দিমিত্রি ক্রুস্তালিওভ) এবং “থ্যাংক ইউ, ডিয়ার!” (লেখক: একাতেরিনা কোজাকিনা, দিমিত্রি খ্রুস্তালিওভ, আন্তন মেশচেরিয়াকভ)। প্রদর্শনী শেষে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। মাস্টার ক্লাসে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।