বাঘইল স্কুল এন্ড কলেজের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন করলেন সিরাজ সরদার

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার: প্রাচুর্যের লন্ডনখ্যাত শহর পাকশীর ঐতিহাসিক বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তিতে ২ মাসব্যাপী পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুভ উদ্বোধন করেছেন সাবেক সাংসদ সদস্য ও সাবেক পাবনা জেলা বিএনপির সভাপতি,সাবেক ছাত্র ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ সরদার।

শনিবার ( ২৩-নভেম্বর) সকাল ১১:০০টায় বাঘইল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ সরদার বলেন, বাঘইল স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জুবলি উপলক্ষে একটি পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী (৭ও ৮ ফেব্রুয়ারি) এই পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হবে। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানকে প্রাণোবন্ধ করে তোলার জন্য সবাই মিলে অংশগ্রহণ ও ৭৫ বছরের যারা এই স্কুলের ছাত্র, প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ও কলেজ শাখা পর্যন্ত আমরা সবাই মিলে প্রাণোবন্ধ ভাবে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানকে সম্পূর্ণ করতে চাই।

বাঘইলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বর্তমান যারা এ প্রজন্মের প্রতিনিধি তাদেরই এই দায়িত্ব গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে। এ সময় তিনি আরো বলেন আমাদের এখানে কোন রাজনৈতিক প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা বা ধর্মীয় প্রতিবন্ধকতা ও অসামাজিক কোন কর্মকান্ড এখানে হবে না। আমরা সুন্দর ও পরিচ্ছন্নভাবে এই কাজটা করব, সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন । সরাসরি ফরম ফিলাপের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে বাঘইল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি রেজিস্ট্রেশনের জন্য বাঘইল স্কুল এন্ড কলেজের বুথ থাকবে। এই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ৩১ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরো জানান,বর্তমানে যে কমিটি আছে এটা ৩১ শে ডিসেম্বরের মধ্যে ভেঙে দিয়ে নতুন করে প্রাত্তনী শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি- উপ কমিটি গঠন করা হবে। পূর্ণ স্বাধীনতার সাথে উপকমিটি কাজ করবে।
সে সময় তিনি প্রথম পূর্ণমিলনীয় অনুষ্ঠানের রেজিস্ট্রেশন উৎসব উদ্বোধনী ও ঘোষণা করার মধ্যে দিয়ে উপস্থিতির সকল সম্মানিত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের ধন্যবাদ দেন এবং অনুষ্ঠানের আমন্ত্রণ জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবহান , রফিকুল ইসলাম লিটন,রওশন আক্তার,খালিকুজ্জামান টোকন,ফিরোজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মহরম, হিরক সরকার ,সেলিম খান,লাভলু, আলমগীর হোসেন, শরিফুল, স্বজল, সোহাগ, আঙ্গুর,শিপন,রিপন মোল্লা,মাহফুজুর রহমান মঞ্জু , সাংবাদিক এস এম রিমন ও রিমন মল্লিক সহ অনেকেই।

উল্লেখ্য,আর যারা সরাসরি রেজিস্ট্রেশন করবে তারা ১কপি পাসপোর্ট সাইজের ছবি সহ ১০০০ টাকা জমা দিয়ে ফরম পূরণ করতে হবে।

বাঘইল স্কুল এন্ড কলেজ
Comments (0)
Add Comment