নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে ওল্ড স্টারের ৩৪ রানে জয়।
আজকের খেলায় মুখোমুখি হয়েছিল ওল্ড স্টার এবং উদয়ন বয়েজ ক্লাব টসে জিতে উদয়ন বয়েজ ক্লাব ওল্ড স্টার কে ব্যাটিং এ পাঠায়। ওল্ড স্টার ১০ উইকেট হারিয়ে ৩৪ অভারে ১৩৭ রান সংগ্রহ করে, ওল্ড স্টারের পক্ষে ব্যাট হাতে তৌহিদ তারিক ৪৬,মহায়মিনুল খান সৌরভ ২৭ ও মাহাবুবুর মুকুট ২১ রান করেন। এদিকে উদয়ন বয়েজ ক্লাবের হয়ে বল হাতে রিজভি ৩,কাওসার ২ ও সিহাব ২ টি করে উইকেট নেন।
১৩৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে উদয়ন বয়েজ ক্লাব সবকয়টি উইকেট হারিয়ে ৩৬.৩ অভারে ১০৩ রানের গুটিয়ে যায়, ব্যাট হাতে উদয়ন বয়েজ ক্লাবের হয়ে আলি হাসান ৫৫, মুক্তার ২৮ ও সিহাব ৯ রান করেন। এদিকে বল হাতে ওল্ড স্টারের হয়ে আবির হাসান শুভ ৪, নাইদ ৩ ও হিমেল ৩ টি করে উইকেট নেন। খেলায় ওল্ড স্টার ৩৪ রানে জয় লাভ করে।
ম্যাচ সেরা হয়েছেন ওল্ড স্টারের আবির হাসান শুভ।