রাঙ্গুনিয়ার মরিয়মনগরে তাফসিরুল কুরআন মাহফিল ও ফ্রি চিকিৎসা ক্যাম্প সেবা অনুষ্ঠিত 

মাহফুজ আলম,মরিয়ম নগর থেকে : রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও ফ্রি চিকিৎসা ক্যাম্প ফুলগাজী পাড়া ঈদগাহ মাঠে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ফুলগাজীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জমিল হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সদস্য, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যক্ষ আমিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা আমির

মাওলানা হাসান মুরাদ। প্রধান ওয়ায়েজিন ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বি. এম মফিজুর রহমান আল-আজহারী। বিশেষ ওয়ায়েজীন ছিলেন বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আযহারী, ফুলগাজীপাড়া জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব মাওলানা বাহারুল আনাম সিদ্দিকী, বর্তমান খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন নূরী, মরিয়মনগর রহমা-ি নয়া ইসলামিক কমপ্লেক্সের পীর মাওলানা আবু শাহ ওলী আল কাদেরী, আলমশাহপাড়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির মাওলানা ইসমাইল হোসেন, প্রধান মুফতি মাওলানা মাহমুদুল হাসান, কাজী মাওলানা ইসহাক ফারুকী, মাওলানা সিরাজুল ইসলাম। 

মাহফিলে উদ্বোধনী বক্তব্য দেন ফুলগাজী পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক এয়াকুব আলী মনি। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক মো. ইব্রাহিম আশরাফ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলাল হোসেন ও সমাজসেবক প্রবাসী মো. আলী। মাহফিলে ইলহাম শিল্পী গোষ্ঠির পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশিত হয়। এদিকে এই উপলক্ষে এদিন সকালে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই এলাকার প্রায় সাত শতাধিক মানুষ ক্যাম্পে সেবা গ্রহণ করেন। ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালে ফাইন্যান্স ডিরেক্টর মাওলানা শওকত হোসেন। প্রধান অতিথি ছিলেন ফুলগাজী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার। সভাপতিত্ব করেন ব্যাংকার মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, ক্যাশিয়ার তফাজ্জল হক, সমাজসেবক নুরুল আমিন, মো. ইদ্রিচ সওদাগর প্রমুখ।

রাঙ্গুনিয়া
Comments (0)
Add Comment