রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি : খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে বান্দরবানে ১৭টি পাড়া, ১৭টি গির্জা ,৫২ জন ব্যক্তির মাঝে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর রবিবার দুপুরে বান্দরবান সেনা জোনের আয়োজনে জোন সেট প্রাঙ্গনে বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এসএম মাহমুদুল হাসান পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, জোনাল স্টাফ অফিসার লে: মোস্তাফিজুর রহমান মৃধা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, সম্প্রীতির বান্দরবানে আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলে মিশে বসবাস করি। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকতে পেরে অত্যন্ত খুশি। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সর্বদা ভবিষ্যতেও সব মানুষের পাশে থেকে বান্দরবান জেলা তথা তিন পার্বত্য জেলার উন্নয়নে কাজ করে যাবে।
পরিশেষে বিভিন্ন ব্যক্তি ও গির্জা প্রতিষ্ঠান ও পাড়াবাসীর মাঝে ১ লক্ষ ৭৫ হাজার টাকা , ৮ টি কেক, চকলেট সহ অন্যান্য আনুষাঙ্গিক সামগ্রী প্রদানের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।